বাংলাদেশ-মিয়ানমারের জন্য অস্ট্রেলিয়ার ১৩৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা

বাংলাদেশ ও মিয়ানমারকে মানবিক সহায়তা হিসেবে ২০২২-২৩ অর্থবছরে ১৩৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা ও অন্যান্য সম্প্রদায়ের জন্য খাদ্য, পানি ও আশ্রয় নিশ্চিত করতেই দেশটি এই সহায়তা দেবে।
রয়টার্স ফাইল ফটো

বাংলাদেশ ও মিয়ানমারকে মানবিক সহায়তা হিসেবে ২০২২-২৩ অর্থবছরে ১৩৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা ও অন্যান্য সম্প্রদায়ের জন্য খাদ্য, পানি ও আশ্রয় নিশ্চিত করতেই দেশটি এই সহায়তা দেবে।

২০১৭ সাল থেকে মিয়ানমার, রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জন্য ৪৮০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজটি তৈরি করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্যাকেজটি রোহিঙ্গাদের প্রয়োজনীয় নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানে সহায়ক হবে, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধীদের।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ১ মিলিয়ন থেকে বেড়ে ১৪.৪ মিলিয়নে দাঁড়িয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ লাখ ১৯ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে অস্ট্রেলিয়া।

জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে অস্ট্রেলিয়ার এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Comments