‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী মারা গেছেন

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী মারা গেছেন।
‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী মারা গেছেন।

আজ রোববার দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

অনিতা চৌধুরী 'স্কয়ার মাতা' হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।

স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রমনা ক্যাথলিক চার্চে অনিতা চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।'

'আগামীকাল সকালে তার মরদেহ পাবনায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে', যোগ করেন তিনি।

১৯৫৮ সালে ৩ বন্ধুকে নিয়ে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেন স্যামসন এইচ চৌধুরী।

ওষুধ দিয়ে শুরু করলেও স্কয়ার গ্রুপের ব্যবসা বর্তমানে ৮টি খাতে বিস্তৃত— স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, বস্ত্র, মিডিয়া, টিভি ও তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা সেবা, ব্যাংক ও ইনস্যুরেন্স, হেলিকপ্টার ও কৃষিপণ্য। তাদের প্রতিষ্ঠানের সংখ্যা ২০।

Comments

The Daily Star  | English
national election

US sanctions against Rab to stay: US State Department

The United States has said the sanctions imposed against Bangladesh's elite force Rab are not being withdrawn

50m ago