‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী পাবনায় সমাহিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীকে পাবনার এসট্রাস ফার্ম হাউসে সমাহিত করা হয়েছে।  
অনিতা চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীকে পাবনার এসট্রাস ফার্ম হাউসে সমাহিত করা হয়েছে।  

শ্রদ্ধা আর ভালোবাসায় আজ সোমবার তাকে স্বামীর পাশে সমাহিত করা হয়।

এর আগে আজ সকালে আতাইকুলা চার্চে প্রার্থনা শেষে পাবনার বৈকুন্ঠপুরের এসট্রাস ফার্ম হাউসে অনিতা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হলে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহীরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত হন তিনি।

সকালে তার মরদেহ আতাইকুলায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে স্কয়ার পরিবার ও স্বজনদের মাঝে। আতাইকুলা চার্চে অনুষ্ঠিত হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া। সেখানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন চর্চের ফাদার রুবেন সলিল বিশ্বাস।

অনিতা চৌধুরীকে পাবনার এসট্রাস ফার্ম হাউসে সমাহিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন অনিতা চৌধুরীর মেজ ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অনিতা চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যন স্যামুয়েল এস চৌধুরী, বড় মেয়ে রত্না পাত্র ও ছোট ছেলে স্কয়ার গ্রপের পরিচলক অঞ্জন চৌধুরী পিন্টু।

বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার ঢাকার স্কয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অনিতা চৌধুরী।

 

Comments