বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা বিনিয়োগ বাড়বে: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা বিনিয়োগ বাড়তে চলেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
রাজশাহী নগর ভবনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা বিনিয়োগ বাড়তে চলেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

আজ বৃহস্পতিবার রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ শেষে নগর ভবন প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ঈশ্বরদী ইপিজেডে অন্তত পাঁচটি চীনা কোম্পানি কাজ করছে। আরও ছয়টি কোম্পানি সেখানে আসছে। চীনের আরও প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ ভালো হওয়ায় চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হচ্ছে।

তিনি দুই দেশের মধ্যে সুসম্পর্কের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদার হবে বলে জানান।

তিনি বলেন, রাজশাহী শহরের প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মেয়র লিটন সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূত তাকে পদ্মা নদীর পানি শোধন প্রকল্পে সহায়তা এবং নগর উন্নয়নের কয়েকটি প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিয়েছেন।

লিটন বলেন, রাষ্ট্রদূত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং কৃষি ব্যবহারের জন্য ড্রেনের পানি শোধনে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করার বিষয়ে চীন সরকারের আগ্রহের কথা জানিয়েছেন।

চীনা রাষ্ট্রদূত আজ সকালে রাজশাহী পৌঁছে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে তাদের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

Comments

The Daily Star  | English

Schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen all schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

Now