হবিগঞ্জেও কাল থেকে পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে আগামীকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি।
হবিগঞ্জ পরিবহন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে আগামীকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি।

আগামী শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। তার আগে পরিবহন ধর্মঘটের ডাক এলো।

বাস চলাচলে জেলা প্রশাসনের বাধা দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতি।

আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান।

এর আগে বিভিন্ন দাবিতে সিলেট, মৌলভীবাজার ও সর্বশেষ সুনামগঞ্জে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

 

Comments