ওএমএসে আটার দাম বাড়ল ৬ টাকা, রোববার থেকে কার্যকর

খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আটা
বিশ্ববাজারে দাম বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়ায় দেশে আটার দাম বাড়ছে। ছবি: সংগৃহীত

খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে খোলা আটার দাম কেজি প্রতি ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৪ টাকা ও ২ কেজির প্যাকেট আটার দাম ৪৩ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে।

রোববার থেকে এই নতুন দাম কার্যকর হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খোলা আটার দাম কেজি প্রতি ৬০ টাকা এবং ২ কেজির প্যাকেটের দাম ১২০ থেকে ১৪০ টাকা।

নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক তপন কুমার দাস বলেন, 'অপব্যবহার ঠেকাতে দাম বাড়ানো হয়েছে। ওএমএসে দাম কম থাকায় অনেকে আটা কিনে পরে বেশি দামে বিক্রি করে দেয়। সে কারণেই দাম বাড়ানো হয়েছে।'

Comments