পুলিশের আরেক এসপিকে ‘জনস্বার্থে’ অবসর

পুলিশের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ব্যারিস্টার জিল্লুর রহমান পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অতিরিক্ত কমান্ড্যান্ট ছিলেন। তিনি এসপি পদমর্যাদার কর্মকর্তা।
নির্বাচনের আগে পদোন্নতি চায় পুলিশ

পুলিশের আরও এক কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো ব্যারিস্টার জিল্লুর রহমান পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অতিরিক্ত কমান্ড্যান্ট ছিলেন। তিনি এসপি পদমর্যাদার কর্মকর্তা।

গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জনস্বার্থে তাকে অবসরে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

এ পর্যন্ত গত এক মাসে সাত জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

গত ১৬ নভেম্বর পুলিশ সুপার পদমর্যাদার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক কমান্ডিং অফিসার আলী হোসেন ফকিরকে অবসরে পাঠানো হয়।

এর আগে ১৮ অক্টোবর এবং ৩১ অক্টোবর সরকার দুই জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এবং তিন জন এসপিকে অবসরে পাঠিয়েছিল। একইভাবে গত ১৬ অক্টোবর তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকেও অবসরে পাঠায় সরকার।

এর স্বপক্ষে যুক্তি দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে।

আর পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, কোনো পুলিশ কর্মকর্তার মধ্যে দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা গেলে তাদের সময়ের আগে অবসর দেওয়া হতেই পারে।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

3h ago