‘সংবাদমাধ্যম জোর করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রদূতদের মতামত নেয়’
রাষ্ট্রদূতরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করতে চান না, সংবাদমাধ্যম জোর করে তাদের মতামত নেয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার সিলেট জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. একে আবদুল মোমেন বলেন, 'আমাকে কিছু রাষ্ট্রদূত বলেছেন যে, আমরা এসব সম্পর্কে কোনো আলোচনাই করতে চাই না। কিন্তু আপনাদের সংবাদমাধ্যম জোর করে আমাদের মতামত নেয়।'
অন্যান্য দেশের সংবাদমাধ্যম বিদেশিদেরকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো প্রশ্ন করে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি যখন শিক্ষক ছিলাম আমেরিকাতে, মোটামুটি আমেরিকার সবগুলো মিডিয়া আমার বক্তব্য নিত। যখন বাংলাদেশ সরকার আমাকে রাষ্ট্রদূত বানাল, এরপর থেকে মিডিয়া আমার কাছে এসে তাদের দেশ সম্পর্কে আর কোনো প্রশ্ন করে না।'
'দোষটা আমাদের মিডিয়ার। আর যারা এখানে আসে, তারা অনেকেই মনে করে, তারা বোধহয় উপনিবেশে এসেছে। এই কালচারটার পরিবর্তন দরকার, এজন্য দোষ আমাদের সবারই। আমরা সুযোগ দিয়েছি এবং এই সুযোগ দেওয়াটা ঠিক না', বলেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মোমেন বলেন, 'সে (রাষ্ট্রদূত) কিছু দিনের জন্য আসে, এ দেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আসে। নেতিবাচক কোনো বার্তা দেওয়ার জন্য আসে না। দেশের সমস্যা হলে দেশের মানুষই ভালো জানবে। আপনার সংসারের কাহিনি বাইরের মানুষ জানে না? কিন্তু আপনারা নিজের সংসারের কথা বাইরের মানুষের কাছে জিজ্ঞেস করেন, এটা লজ্জারও বিষয়।'
Comments