খেলাপি ঋণ আদায়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না: হাইকোর্ট

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায় করতে কোনো চেক ডিজঅনার মামলা করতে পারবে না। আজ বুধবার এক রায়ের পর্যবেক্ষণে বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেছেন।
ফাইল ফটো

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায় করতে কোনো চেক ডিজঅনার মামলা করতে পারবে না। আজ বুধবার এক রায়ের পর্যবেক্ষণে বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেছেন।

পর্যবেক্ষণে বলা হয়, ঋণ পুনরুদ্ধারের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শুধু অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর অধীনে মামলা করতে পারবে।

দেশের সব নিম্ন আদালতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে করা সব চেক ডিজঅনার মামলার বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

একই রায়ে হাইকোর্ট বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া সব ধরণের ঋণের বিপরীতে বীমা নিশ্চিত করতে হবে।

আজকের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশেক মমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এসব বিষয় মেনে চলতে বাংলাদেশ ব্যাংককে একটি নির্দেশনা জারি করতে বলা হয়েছে এবং সংসদকে এ বিষয়ে প্রাসঙ্গিক আইন সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে।'

'হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্র অবশ্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে,' যোগ করেন তিনি।

Comments