৩ মাস নয়, ৫ মাসের আমদানির রিজার্ভ আছে: প্রধানমন্ত্রী

স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ৩ মাস নয়, ৫ মাসের আমদানি করা যাবে।'

আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সবাইকে কৃষি উৎপাদনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা শুধু নিজেদের চাহিদা মেটাবো না, অনেক দেশকে আমাদের সহযোগিতা করতে হবে। খাদ্যপণ্য দিয়ে আমরা অনেক দেশকে সহযোগিতা করতে পারি।'

তিনি বলেন, 'মানুষের শরীরে যেন পুষ্টি থাকে, সেজন্য মাছ-মাংস-ডিম-দুধ, ফলমূল গবেষণা করে আমরা উৎপাদন বাড়াচ্ছি। আমরা সীমিত জায়গায় দেশের মানুষের চাহিদা পূরণ করছি।'

প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের রিজার্ভ খরচ হচ্ছে, সেটা ঠিক। তারপরেও আমি বলব আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ৩ মাস নয়, ৫ মাসের আমদানি করতে পারি। সে পরিমাণ অর্থ আমাদের আছে।'

'ব্যাংকে টাকা নেই, এমন একটা গুজব ছড়াচ্ছে' উল্লেখ করে তিনি বলেন, 'সবাই টাকা ব্যাংক থেকে তুলে ঘরে রাখছে। ঘরে টাকা রাখা মানে তো চোরকে সুযোগ করে দেওয়া। চোরের পোয়া বারো।'

'চোরের হাতে টাকা তুলে দেবেন নাকি ব্যাংকে রাখবেন সেটা টাকার মালিক যারা তাদের ওপরই নির্ভর করে,' যোগ করেন তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি বলব যে ভোগ্যপণ্যের কোনো অসুবিধা হবে না। ইউক্রেন-রাশিয়া থেকে আমরা আমদানি শুরু করেছি। যদিও স্যাংশনের কারণে ডলারে পেমেন্টে অসুবিধা হচ্ছে। আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি।'  

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago