মুন্সিগঞ্জ

থানার দেয়ালে পোস্টার লাগানোয় ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

মুন্সিগঞ্জের গজারিয়া থানার দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে গ্রেপ্তার ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া থানার দেয়ালে লাগানো পোস্টার। ছবি: স্টার

মুন্সিগঞ্জের গজারিয়া থানার দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে গ্রেপ্তার ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

গতরাতে গজারিয়া থানার পাশ থেকে তাদের আটক করে পুলিশ।

তারা হলেন, ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল, বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ এবং ছাত্রদলকর্মী রোহান ও তানভীর।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার গভীর রাতে থানার দেয়ালে পোস্টার লাগানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে।'

এ বিষয়ে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এর আগে বিভিন্ন সময় আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে তারা পোস্টার লাগাতে গিয়েছিলেন, এটাই ছিল তাদের অপরাধ। তাদের জামিনের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।'

Comments