শেভরন-সুইসকন্ট্যাক্টের উত্তরণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পের অর্থায়ন করেছে শেভরন এবং বাস্তবায়নে রয়েছে সুইসকন্ট্যাক্ট।
আজ বৃহস্পতিবার ঢাকার শেরাটন হোটেলে এ অনুষ্ঠান হয়।
২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম পর্যায় ২০১৯ শেষ হয়। প্রকল্পে সিলেট অঞ্চলের ১ হাজার ৪০০ জনকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৯ সালে শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ে উত্তরণ প্রকল্প যাত্রা শুরু করে বড় পরিসরে ৩টি কম্পোনেন্টে। প্রথম কম্পোনেন্টে কমিউনিটির যুবকদের কারিগরি প্রশিক্ষণ, দ্বিতীয় কম্পোনেন্টে সিলেট সিটি করপোরেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভোলানন্দ উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ এবং সবশেষ তৃতীয় কম্পোনেন্টে খুলনা শিপইয়ার্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ চালু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ এবং সম্মানিত অতিথি ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার।
প্রধান অতিথি মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, 'আমি এমন উদ্ভাবনী উপায়ে উত্তরণ প্রকল্পের বাস্তবায়নের জন্য সুইসকন্ট্যাক্টকে ধন্যবাদ জানাই। সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর তরফ থেকে সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সিটি করপোরেশন, খুলনা শিপইয়ার্ড টিটিসির মতো স্বংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার দাবিদার।'
বিশেষ অতিথি নাসরিন আফরোজ বলেন, 'সরকারি-বেসরকারি স্বংস্থার অংশীদারিত্ব এখন আগের চেয়েও গুরুত্বপূর্ণ। উত্তরণ এনএসডিএর সঙ্গে একটি ঘনিষ্ঠ কার্যকর সম্পর্ক বজায় রেখেছে। এনএসডিএর দিকনির্দেশনার মাধ্যমে এটি ট্রেড প্যাকেজিংয়ে দক্ষ জনবলের চাহিদার কথা মাথায় রেখে প্যাকেজিং ও ফিনিশিং কাজে দক্ষতার একটি নতুন মাত্রা তৈরি করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে।'
সম্মানিত অতিথি এরিক এম ওয়াকার বলেন, 'প্রতিষ্ঠান হিসেবে শেভরন বিশ্বাস করে আমরাই আমাদের জনগোষ্ঠির প্রতিনিধি। আমাদের প্রতিষ্ঠানিক মূলনীতির ভিত্তিতে আছে সামাজিক ব্যবস্থার অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে কাজ করা। আমরা উত্তরণের একটি অংশ হতে পেরে গর্বিত।'
সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান বলেন, 'আজ আমরা সবাই উত্তরণ প্রকল্পের অর্জনকে উদযাপন করতে একত্রিত হয়েছি, যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তরুণদের জীবনে পরিবর্তন বয়ে আনা। ২০১৬ সালে যাত্রা শুরু করে এই ৬ বছরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। আমরা আমাদের প্রত্যাশার চেয়ে আরও বেশি কিছু পেয়েছি।'
শেভরন বিশ্বব্যাপী সমন্বিত জ্বালানি সংস্থাগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে শেভরন ৩টি গ্যাসক্ষেত্র পরিচালনা করে।
Comments