উখিয়ায় পুকুরে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালীতে পুকুরের পানিতে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালীতে পুকুরের পানিতে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইলিয়াছ এর ছেলে মো. রাইয়ান (৮) ও একই ক্যাম্পের মোহাম্মদ ইসমাইলের ছেলে আবছার মিয়া(৯)।

শনিবার বেলা ১ টার দিকে উখিয়ার বালুখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে কয়েকজন লোক বাজারে যাওয়ার সময় রাস্তার পাশের পুকুরে ২টি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে বিজিবি সদস্যদের সহায়তায় বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। পরে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, '২ শিশুই ক্যাম্প থেকে নিখোঁজ ছিল। আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।'

Comments