ইস্কাটনে অ্যাপার্টমেন্ট থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর ইস্কাটনের একটি অ্যাপার্টমেন্টের ৮ তলার একটি ফ্ল্যাট থেকে ১৩ বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ইস্কাটনের একটি অ্যাপার্টমেন্টের ৮ তলার একটি ফ্ল্যাট থেকে ১৩ বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ১০টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত গৃহকর্মীর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। সে ওই বাসায় দেড় বছর ধরে কাজ করত বলে তিনি জানান।

তিনি আরও জানান, ইস্কাটনে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামানের বাসায় গৃহকর্মী আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে যায়। সেখানে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

জাহাঙ্গীর আলম বলেন, 'ওই বাসার লোকজন আমাদের বলেছেন যে তারা সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসার বাইরে যান। রাতে বাসায় ফিরে জানালায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।'

এ বিষয়ে মন্তব্যের জন্য উপসচিব মনিরুজ্জামানের ফোনে একাধিকবার কল করা হলেও, তিনি রিসিভ করেননি।

Comments