বাংলাদেশ

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশের হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিএনপির কর্মীরা। ছবি: মুনতাকিম সাদ/স্টার

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, আজ সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। দুপুর ৩টার দিকে হঠাৎ পুলিশ তাদের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে এবং বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে।

এ ঘটনায় বিএনপির অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং তারা নয়াপল্টনের আশেপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতা-কর্মী ও অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা গেছে।

 

Comments

The Daily Star  | English

The tragic demise of Tangail’s waterbodies

Tangail, once known for its picturesque waterbodies, now finds itself in the clutches of an alarming environmental crisis. Over the past three decades, this district has been transformed into an unforgiving concrete jungle at the cost of  its rivers and open spaces.

18h ago