মাদক অভিযানকে কেন্দ্র করে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে এক ব্যক্তি আটক হওয়াকে কেন্দ্র করে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এ সময় র‍্যাবের গাড়িও ভাংচুর করা হয়েছে।
কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে এক ব্যক্তি আটক হওয়াকে কেন্দ্র করে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এ সময় র‍্যাবের গাড়িও ভাংচুর করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চলতে থাকা এ অবরোধ রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাত দিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আজ সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করা হয়। তাকে আটকের খবরে উত্তেজিত হয়ে স্থানীয়রা অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অবরোধ করে রাখে।

খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা র‌্যাবের গাড়ি ভাংচুর করে। বড় গাছ ফেলে এবং টায়ার ও কাঠ পুড়িয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজট তৈরি হয়।

পুলিশ ও র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানান ওসি।

Comments