সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সাভারে টিফিন বিল বাড়ানো ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার সকাল ১১টার দিকে ওই কারখানার প্রায় ১ হাজার শ্রমিক এ বিক্ষোভ শুরু করেন।
কারখানার শ্রমিক মোহাম্মদ রিপন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানা কর্তৃপক্ষ এখনো আমাদের গত মাসের বেতন দেননি। প্রতি মাসেই বেতন আন্দোলন করে নিতে হয়। এছাড়া টিফিনে আমাদের ২৫ টাকার খরচ হয়, কিন্তু কর্তৃপক্ষ টিফিন বিল দেন ১৩ টাকা। আমরা বকেয়া বেতন ও টিফিন বিল বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছি।'
তিনি আরও বলেন, 'আমরা মহাসড়ক অবরোধ করেছিলাম। পুলিশ আমাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাই এখন কারখানার সামনে অবস্থান নিয়েছি।'
আশুলিয়া শিল্প পুলিশ ১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজানুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা রাস্তায় নেমেছিল। আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
ঢাকা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, 'সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমেছিল, এ কারণে কিছু সময় রাস্তায় যানবাহন আটকে ছিল। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।'
Comments