মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আস্তানা যাত্রাবাড়ী পার্ক

যাত্রাবাড়ী পার্ক
যাত্রাবাড়ী পার্কের ভেতরে চা, ফলমূল ও জুতা বিক্রির অস্থায়ী দোকান বসায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। ছবি: ফিরোজ আহমেদ

যাত্রাবাড়ী মোড়ের উত্তর পাশে শেখ রাসেল পার্ক। ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পার্কটির সংস্কার কাজ শুরু করে।

স্থানীয়রা যেন একটু খোলা বাতাসে শ্বাস নিতে পারেন, বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এজন্য পার্কটি সংস্কার করা হয়।

২০২১ সালের ৯ জুন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস পার্কটির উদ্বোধন করেন।

কিন্তু দখল, দূষণ ও অবহেলার কারণে পার্কটি বর্তমানে মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।

এলাকায় পাবলিক টয়লেট না থাকায় পথচারীরা প্রায়শই পার্কে মূত্রত্যাগ করেন। পার্ক এলাকায় দুর্গন্ধে টেকা দায় হয়ে যায়।

সম্প্রতি, সরেজমিনে দেখা যায়, চায়ের দোকান দিয়ে পার্কের প্রবেশ পথ দখল করা হয়েছে। পার্কে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে।

এ ছাড়া, পার্কের ভেতরে চা, ফলমূল ও জুতা বিক্রির অস্থায়ী দোকান বসায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।

যাত্রাবাড়ীর বাসিন্দা আমেনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিটি করপোরেশন যখন পার্কটি সংস্কার করে, আমরা শেষ পর্যন্ত এ নিয়ে বেশ আশাবাদী ছিলাম। বাস্তবতা হলো এটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।'

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৫) সাইফুল ইসলাম জয় ডেইলি স্টারকে বলেন, 'পার্কটি এখনো কোনো প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়নি। ইজারা দেওয়া হলে, ইজারাদার জায়গাটি রক্ষণাবেক্ষণ করবেন। তখন এ নিয়ে সব উদ্বেগ দূর হয়ে যাবে।'

'আমরা ইজারার প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, শিগগির তা শেষ হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

44m ago