মুগদায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

রাজধানীর মুগদায় কুকুরের কামড়ে ৩ বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুরে মান্ডা প্রথম গলিতে এ ঘটনা ঘটে। 
ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো

রাজধানীর মুগদায় কুকুরের কামড়ে ৩ বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার দুপুরে মান্ডা প্রথম গলিতে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশু আলআমিনের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পূর্ব জয়কান্দি গ্রামে। তার বাবা মো. কবির হোসেন সিএনজি অটোরিকশা চালক। বর্তমানে তারা মুগদার মান্ডার প্রথম গলিতে থাকেন।

শিশুটির চাচা নবী হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'বাসার সামনে খালি জায়গায় খেলার সময় একটি কুকুর আলআমিনের ঘাড়ে ও কানে কামড় দেয়। চিৎকার শুনে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।'

জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাস্তার বেওয়ারিশ কুকুরের কামড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি দেখছি।'

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

25m ago