সীমান্ত হত্যাসহ সব ধরনের অপরাধ শূন্যে নামিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: স্টার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যাসহ সীমান্তে সব ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এজন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে।

তিনি বলেন, 'সম্প্রতি ভারতের দিল্লির বৈঠকে এ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে।'

আজ শনিবার দুপুরে লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চার্চ অব গড হাইস্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, 'বাংলাদেশ ও ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে যে সব রুট বন্ধ আছে, সেগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে।'

লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট কাস্টমস চেকপোস্ট ও স্থলবন্দর পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

গত দেড় বছরে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে নিহত ৬ বাংলাদেশির মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেলেও সেগুলো এখনো বাংলাদেশকে ফেরত দেয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিষয়টি তার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago