সীমান্ত হত্যাসহ সব ধরনের অপরাধ শূন্যে নামিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: স্টার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সীমান্ত হত্যাসহ সীমান্তে সব ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এজন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে।

তিনি বলেন, 'সম্প্রতি ভারতের দিল্লির বৈঠকে এ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়। সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে।'

আজ শনিবার দুপুরে লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চার্চ অব গড হাইস্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, 'বাংলাদেশ ও ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে যে সব রুট বন্ধ আছে, সেগুলো পুনরায় চালু করতে সরকার কাজ করছে।'

লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট কাস্টমস চেকপোস্ট ও স্থলবন্দর পুনরায় চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

গত দেড় বছরে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে নিহত ৬ বাংলাদেশির মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেলেও সেগুলো এখনো বাংলাদেশকে ফেরত দেয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিষয়টি তার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

1h ago