বাংলাদেশ

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ চলাকালে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ চলাকালে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

গতকাল রোববার রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন কুষ্টিয়া হরিপুর গ্রামের মোফাজ্জল (৪৫),  সায়েম আলী (৫৫), অমিত হোসেন (২৩), জুয়েল রানা (৩৫) ও শিপন মিয়া (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)। 

এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার গতকালের ফাইনাল ম্যাচটি হরিপুর বাজারে বড় পর্দায় দেখানো হচ্ছিল। এ সময় খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থকরা ফ্রান্সকে সমর্থন জানাতে থাকেন।

খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা ২ গোল দিলে দলের সমর্থকরা উল্লাসে মাতেন। তখন ব্রাজিল সমর্থকরা ওই জায়গা ছেড়ে চলে যান। তবে ফ্রান্স গোল শোধ করার পর আবার তারা ফিরে এসে উল্লাস করতে থাকেন। এ সময় ২ পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এরপর নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে ২ পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

Comments