বাংলাদেশ

ঢাকায় যুক্তরাষ্ট্র ও রুশ দূতাবাসের পাল্টাপাল্টি টুইট

এ বছরের শুরুতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার শীতল যুদ্ধ শুরু হয়। যুদ্ধের ঢেউ এবার বাংলাদেশে দেশ দুটির দূতাবাসের মধ্যেও আছড়ে পড়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র ও রুশ দূতাবাসের পাল্টাপাল্টি টুইটের স্ক্রিনশট।

এ বছরের শুরুতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার শীতল যুদ্ধ শুরু হয়। যুদ্ধের ঢেউ এবার বাংলাদেশে দেশ দুটির দূতাবাসের মধ্যেও আছড়ে পড়েছে।

গত মঙ্গলবার রুশ দূতাবাস তাদের ফেসবুক পেজে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে বক্তব্য জানায়। পরদিন বুধবার একটি টুইট করে ওই বক্তব্যের পাল্টা বক্তব্য দেয় ঢাকায় মার্কিন দূতাবাস। 

এরপর বুধবার রাতেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতিকে ব্যঙ্গ করে রুশ দূতাবাস টুইটারে একটি কার্টুন পোস্ট করে।

বাংলাদেশের রাজনীতি নিয়ে কয়েকজন কূটনীতিকের বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার হতাশা প্রকাশ করার পর, মঙ্গলবার ঢাকায় রুশ দূতাবাস জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

পরদিন মার্কিন দূতাবাস রাশিয়ার ওই বক্তব্য নিয়ে ডেইলি স্টারের একটি প্রতিবেদন পোস্ট করে। পোস্টটির ক্যাপশন ছিল-এটি কি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য? সঙ্গে #StandwithUkraine.

এরপর রুশ দূতাবাস 'পররাষ্ট্রনীতির বর্তমান অবস্থা' ক্যাপশন দিয়ে কার্টুন টুইট করে।

কার্টুনের এক পাশে ৪টি ধাপে পাখির ছবি, অপর পাশে ৪ ধাপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা। কার্টুনে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং ইউক্রেন এই ধাপের সবচেয়ে নিচের স্তরে আছে বলে বোঝানো হচ্ছে।

Comments