ঘুরলো দেশের প্রথম মেট্রোরেলের চাকা

প্রথমবারের মতো দেশে ঘুরলো মেট্রোরেলের চাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা উড়িয়ে মেট্রোরেল চালুর নির্দেশনা দেন।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দিয়াবাড়িতে উত্তরা (উত্তর) মেট্রোরেল স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল যাত্রার উদ্বোধন করেন। ছবি: এস কে এনামুল হক/স্টার

প্রথমবারের মতো দেশে ঘুরলো মেট্রোরেলের চাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা উড়িয়ে মেট্রোরেল চালুর নির্দেশনা দেন।  

এর আগে প্রথম যাত্রী হিসেবে টিকিট সংগ্রহ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকেট, প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের মূল ফলক পরিদর্শন ও এর পাশে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেন এবং মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী টিকেট অফিস মেশিন (টিওএম) ব্যবহার করে এমআরটি পাস কেনেন এবং কনকোর্স লেভেল থেকে আগারগাঁওগামী প্ল্যাটফর্মে আসেন।

তিনি সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন এবং এর পরের ট্রেনে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ান দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২০০ জনের মতো আমন্ত্রিত অতিথি আছেন। অতিথিদের মধ্যে কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, নানা পেশার মানুষ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, ক্ষুদ্র-নৃগোষ্ঠী লোকজন আছেন।





Comments