বিকেল ৩টা-রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের পাস সংগ্রহ করা যাবে

মেট্রোরেল
ছবি: শেখ এনামুল হক/স্টার

আগামীকাল শুক্রবার থেকে মেট্রোরেলের এমআরটি পাস সংগ্রহ করা যাবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে চলাচলের জন্য আগামীকাল ৩০ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের কাউন্টার থেকে এমআরটি পাস সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমআরটি পাস সংগ্রহে যাত্রীদের কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা ও ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা কাউন্টারে পরিশোধ করতে হবে এবং পূরণ করা এমআরটি নিবন্ধন ফরম জমা দিতে হবে।

তবে, একটি সূত্র জানিয়েছে, এসময় নিয়মিত সময়েও পাস নেওয়া যাবে। কিন্তু, ওই সময়ে ভিড় থাকবে বলে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago