বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু

ইংরেজি নববর্ষকে বরণ করতে গতকাল রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মেট্রোরেল
২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবার শুরু হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

ইংরেজি নববর্ষকে বরণ করতে গতকাল রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

আজ রোববার সকাল ১০টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা।

ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও ব্যবস্থাপনা) নাসির উদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'স্টেশনে যাত্রীদের ভিড় থাকলে রেল চলাচলের সময় আজ আধ ঘণ্টা বাড়ানো হবে।'

এর আগে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়া ফানুসগুলো সরানোর কাজ চলায় সকালে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, 'ফানুসের কারণে মেট্রোর বৈদ্যুতিক তারের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনা এড়াতে সব ফানুস না সরানো পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।'

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে।

Comments