স্থপতি মোবাশ্বের হোসেনকে নিয়ে যা বললেন ড. ইউনূস

বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (বাম থেকে)। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় তিনি বলেন, 'স্থপতি মোবাশ্বের হোসেনের আকস্মিক মৃত্যু সংবাদ আমাকে অত্যন্ত বেদনাপ্লুত করেছে। তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গ্রামীণ ব্যাংক ভবন ডিজাইন ও নির্মাণ দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা আরও উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল। তিনি গ্রামীণ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গিয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেভাবেই কাটিয়েছেন।'

'আমাদের সব কর্মসূচি আয়োজনে তিনি সবার আগে দৌড়ে আসতেন। দেশে ও বিদেশে প্রতি বছর আমাদের ২টি আন্তর্জাতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথিবীর যেকোনো জায়গায় হোক না কেন, মোবাশ্বের সেখানে উপস্থিত থাকবেনই। শুধু নিজে উপস্থিত থেকেই তৃপ্তি পেতেন না, দেশি-বিদেশি বন্ধুদেরও তিনি নিয়ে আসতেন। একবার নিয়ে আসলেন আন্তর্জাতিক স্থপতি সমিতির সভাপতিকে। সেই সূত্রে সভাপতির সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। তিনি আমাকে আন্তর্জাতিক স্থপতি সমিতির বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে নিয়ে গেলেন। তখন মোবাশ্বের এই আন্তর্জাতিক সমিতির পরিচালনা পরিষদের সদস্য। আমি তাদের সম্মেলনে বক্তৃতা করব, এই আনন্দে মোবাশ্বের আত্মহারা। সেবার তিনি বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিকে তাদের আন্তর্জাতিক সম্মেলনে নিয়ে গেলেন', বলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও বলেন, 'মোবাশ্বের ছিলেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান স্থপতি, একথা সবার জানা। কিন্তু, স্থপতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান ও অবস্থান দেখে আমি অবাক হয়েছি। তার এই অবস্থান দেশে প্রায় অজানা রয়ে গেছে।'

'আমরা যত ভবন নির্মাণ করেছি, তার পরামর্শ সঙ্গে নিয়ে করেছি। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আজীবন আমাদের সব নির্মাণকাজে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের কৌশলগত নির্মাণ উপদেষ্টা কমিটির সব সময় সভাপতি ছিলেন। আর মোবাশ্বের ছিলেন এই কমিটির একজন অপরিহার্য সরব সদস্য। আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি, যিনি দেশের মঙ্গলের জন্য যেকোনো কাজের বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দিতে কখনও দ্বিধা করেননি, সেই পরামর্শ অন্যের কাছে যত অগ্রহণযোগ্যই হোক না কেন। তার মতো স্পষ্টভাষী আরেকজন মানুষ পাওয়া আমাদের জন্য খুব কঠিন হবে', যোগ করেন ড. ইউনূস।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

22m ago