বেতবুনিয়ায় অনুশীলনের সময় ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে। 

আহত ৩ পুলিশ সদস্যের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী।

সিএমপি সূত্রে জানা গেছে, ২ জন বাকলিয়া থানায় এবং নারী সদস্য পাহাড়তলী থানায় কর্মরত আছেন।

আহত ২ পুলিশ সদস্যের নাম অভি ও সুমন। অপর নারী পুলিশ সদস্যের নাম এখনো জানা যায়নি।
 
এ বিষয়ে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেতবুনিয়ায় অনুশীলনের সময় অসাবধানতা বসত ফায়ারিংয়ে গুলিবিদ্ধ হন ৩ পুলিশ সদস্য। তাদের বেতবুনিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতে-পায়ে গুলি লেগেছে। পরীক্ষা-নিরীক্ষা করে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।'
 

Comments

The Daily Star  | English

Corruption in RHD dev projects cost country up to Tk 50,835cr in 15yrs: TIB

TIB, revealing a research outcome at its Dhanmondi office today, estimated that the development projects saw 23–40 percent corruption of its work orders

1h ago