বাংলাদেশ

পুলিশের কাছ থেকে গরুসহ ২ চোরাকারবারীকে ছিনিয়ে নিল সহযোগীরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই গরু চোরাকারবারীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। গরু পাচারের সময় চোরাকারবারীদের আটকের পর থানায় নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই গরু চোরাকারবারীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। গরু পাচারের সময় চোরাকারবারীদের আটকের পর থানায় নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা ডেইলি স্টারকে জানান, বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কম্পনিয়া জারুলিয়াছড়ি এলাকা দিয়ে মিয়ানমার থেকে চোরাকারবারীরা গরু আনছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে মনছুর ও নুর আহমেদ নামে ২ চোরাকারবারীকে আটক করে পুলিশ।

এসময় বেশ কয়েকটি গরুও জব্দ করা হয়। পরে জব্দ করা গরু ও চোরাকারবারীদের থানায় আনার পথে একটি সংঘবদ্ধ চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে গরুসহ চোরাকারবারীদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এতে চোরাকারবারী চক্রের দল গুলি চালালে আত্মরক্ষায় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও জানান তিনি।

ওসি বলেন, 'পুলিশের কাছ থেকে ২ গরু চোরাকারবারী ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।'

Comments