চট্টগ্রাম

পুলিশের ওপর পাথর নিক্ষেপে মামলা, আসামি বিএনপির ৩৬ নেতাকর্মীসহ অজ্ঞাত ৬০০

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর পাথর ছোড়ার ঘটনায় মহানগর বিএনপির ৩৬ নেতাকর্মীসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বন্দরনগরীর চাঁদগাও থানা এলাকায় গতকাল বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর পাথর ছোড়ার ঘটনায় মহানগর বিএনপির ৩৬ নেতাকর্মীসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার সকালে চান্দগাঁও থানার এসআই লুতফুর রহমান সোহেল বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার বিকেলে চান্দগাঁও এলাকায় বিএনপির সভা শেষ হওয়ার পর সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে।

ওসি খাইরুল ইসলাম বলেন, 'পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩৬ জনকে এবং অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।'

এদিকে এই মামলাকে 'হয়রানিমূলক' উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতারা।

 

Comments