গুলশানে ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ নারীর মৃত্যু, আহত ১

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান চলাকালে একটি ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান চলাকালে একটি ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

আজ বুধবার বিকেলে আবাসিক ভবনের বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল গুলশান এলাকায় অভিযান চালায়।

সেসময় ভবন থেকে লাফিয়ে পড়েন ২ নারী। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের নাম ফারজানা আক্তার (১৯), তিনি একটি বিউটি পার্লারে কাজ করতেন বলে তার স্বামী জাহিদ হাসান ডেইলি স্টারকে জানান। আহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাহানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'যতদূর জেনেছি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল ভবনে অভিযানের সময় এ ঘটনা ঘটেছে। ওই ২ নারী একটি স্পা সেন্টারে কাজ করতেন বলেও আমরা জানতে পেরেছি।'

গুলশান থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, 'আমরা গুলশান-২ এর ৪৭ নম্বর রোডের একটি ভবনের কাছ থেকে আহত ২ নারী উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিটি করপোরেশনের একটি দল ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করছিল। পাশাপাশি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চলছে কি না, এটি দেখতেও অভিযান চালানো হয়। আমাদের প্রতিনিধি দল একটি ভবনের বাসায় দরজায় কয়েকবার ধাক্কা দিলেও কেউ দরজা খুলছিল না। পরে তারা দরজা খুললে ভেতর থেকে চিৎকার শোনা যায়। এ থেকে আমরা বুঝতে পারি কেউ লাফ দিয়েছে। তখন তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে গুলশান থানা বিষয়টি দেখছে।'

Comments