প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

শুরুর ২ দিন আগ থেকেই টঙ্গীর তুরাগতীরে ইজতেমা মাঠে পৌঁছাতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি:স্টার ফাইল ফটো

প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে আজ শনিবার সকালের মধ্যে বার্ধক্যজনিত কারণে তারা মারা যান।

এ নিয়ে ইজতেমা মাঠে গত বৃহস্পতিবার থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭০), ভোর ৪টায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাজী মোহাম্মদ হাবিব উল্লাহ হবি (৬৮), ভোর ৫টায় নরসিংদীর মনোহরদী উপজেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি (৭০) এবং সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম সদর থানার রাউজান গ্রামের আব্দুল রাজ্জাক (৭০) মারা যান। তারা প্রত্যেকেই বার্ধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।

আজ ফজরের নামজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়।

এর আগে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের নুরুল হক (৬৩) এবং গাজীপুর সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব (৯০) এবং শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য কামারপাড়া গ্রামের আক্কাস আলী সিকদার (৫০) ইজতেমা মাঠে মারা যান।

করোনা মহামারির কারণে ২ বছর বিরতির পর এবার গাজীপুরের টঙ্গীর ইজতেমার মাঠে তাবলিগ জামাতের প্রথম পর্বের বার্ষিক সম্মিলন বিশ্ব ইজতেমা শুরু হয়েছে গতকাল শুক্রবার।  তার আগে বৃহস্পতিবার দুপুরেই ভরে যায় ময়দান। তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও ইজতেমা হচ্ছে ২ পর্বে আলাদাভাবে। মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা চলবে রোববার পর্যন্ত। সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ২০-২২ জানুয়ারি।

২ পর্বেরই শেষ দিনে অনুষ্ঠিত হবে আখেরি মোতাজাত।

 

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

37m ago