‘রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের আন্তরিকতার অভাব আছে’
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার ডিসিদের সঙ্গে সম্মেলনে তিনি এ কথা জানান।
এ কে আব্দুল মোমেন বলেন, 'আমাদের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা। মিয়ানমারও বলেছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। কিন্তু, ষষ্ঠ বছর চলছে, একজনও রোহিঙ্গাকেও এখনো ফেরত নেওয়া হয়নি। তাদের (মিয়ানমার) আন্তরিকতার অভাব রয়েছে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
বৈঠকে অবৈধভাবে পাহাড় কাটা ও ব্যক্তিগত জমি দখল রোধে ডিসিদের ব্যবস্থা নিতে বলেন পররাষ্ট্রমন্ত্রী।
কিছু ট্রাভেল এজেন্সি অবৈধভাবে মানুষকে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত উল্লেখ করে ডিসিদেরকে তাদের ওপর নজর রাখতে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে বলেছেন তিনি।
Comments