বাংলাদেশ

‘গণতান্ত্রিক দেশে যেকোনো দল রাজতৈনিক কর্মকাণ্ড করতে পারে’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, 'একটি গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল তার রাজতৈনিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগই বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।'
ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, 'একটি গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল তার রাজতৈনিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগই বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।'

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'বাংলাদেশে একটি সংবিধান আছে। সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।'

আইনমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে করে তার নির্বাচনী এলাকায় যান। আজ দিনভর তিনি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং কসবা উপজেলার বিভিন্ন জনসভায় যোগ দেবেন। আখাউড়া নেমে সড়ক পথে কসবা যাওয়ার পথে তিনি আখাউড়া পৌর এলাকার রাধানগর হাজী মহল্লায় পুনঃনির্মিত মসজিদ-এ নূরের উদ্বোধন করেন।

আইনমন্ত্রীকে রেলওয়ে স্টেশনে স্বাগত জানাতে আসা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে তিনি নতুন বছরের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

1h ago