থানচির দুর্গম পাহাড়ে ‘৫ একর পপিখেত’ ধ্বংস করল বিজিবি
বান্দরবানের থানচিতে দুর্গম পাহাড়ের গহীন জঙ্গল ও ঝিড়ির আশেপাশে অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি (আফিম) বাগান ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গত মঙ্গলবার ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে প্রায় ৫ একর জমিতে চাষ করা পপি ধ্বংস করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুহাম্মদ শরীফ-উল-আলম সাংবাদিকদের বলেন, 'থানচির তিন্দু কাইকাপাড়া এলাকায় এই ৫ একর জমিতে চাষকৃত পপি প্রক্রিয়াজাতকরণের পর আনুমানিক ২৫০ কেজি আফিম উৎপাদিত হতো, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।'
'এক শ্রেণির প্রভাবশালী গহীন অরণ্যে পপি চাষে ঝুঁকছে', এমন গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
Comments