আইন কমিশনের সদস্য হলেন সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ রোববার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আগামী ৩ বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ করা হয়েছে।

এছাড়া, সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীরকে আইন কমিশনের সদস্য হিসেবে ৩ বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।

কমিশনের সদস্য পদে থাকাকালে বিচারপতি আবু বকর সিদ্দিকী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

Comments