চেম্বার আদালতের ‘নো অর্ডার’ অর্থ আবেদন মঞ্জুর না করেই নিষ্পত্তি: সুপ্রিম কোর্ট

চেম্বার আদালতের 'নো অর্ডার' আদেশের অর্থ স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট।
এ আদেশের অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অনেক সময় বিচারপ্রার্থীরা অসুবিধা পড়েন।
এ অবস্থায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে বলা হয়, আপিল বিভাগের চেম্বার আদালত থেকে বিভিন্ন মামলায় 'নো অর্ডার' আদেশ দেওয়া হয়। এর প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন কর্তৃপক্ষ ও বিচারপ্রার্থীরা অনেক সময় অসুবিধা পড়েন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো মামলায় চেম্বার কোর্টের 'নো অর্ডার' আদেশের অর্থ আবেদন মঞ্জুর করা হয়নি এবং আদালত কোনো হস্তক্ষেপ ছাড়াই আবেদনটি নিষ্পত্তি করেছেন।
Comments