আন্দোলনের নামে ঢাকার রাজপথ দখলের চেষ্টা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্টার ফাইল ছবি

আন্দোলনের নামে ঢাকার রাস্তা দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, 'কেউ রাস্তা অবরোধ করার চেষ্টা করলে এবং আন্দোলনের নামে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা প্রয়োজন তা করবে। তারা যদি স্বল্প সময়ের জন্য তাদের কর্মসূচি পালন করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই।'

বৃহস্পতিবার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে 'মানি লন্ডারিং প্রতিরোধ ও আর্থিক অপরাধ তদন্ত' শীর্ষক সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'বিএনপি একটি রাজনৈতিক দল এবং জাতীয় নির্বাচনের আগে তারা অনেক বিষয়ে কথা বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি, অন্যান্য দল রয়েছে যারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে এবং এতে আমাদের কোনো সমস্যা নেই।'

তিনি সব রাজনৈতিক দলকে রাস্তা অবরোধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

2h ago