চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ না করার আহ্বান সদরদপ্তরের

পুনর্বহালের দাবিতে সড়কে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বৃহস্পতিবার দুপুরে শিক্ষাভবনের সামনে বিক্ষোভ করে। ছবি: পলাশ খান/ স্টার

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।

আন্দোলন করতে গিয়ে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ না বাড়াতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের এক হাজার ৫২২ আবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ১৮০ জন, এসআই বা সার্জেন্ট ২০০ জন, ইনস্পেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

তাদের চাকুরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন পর্যালোচনা করতে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে এবং আবেদনগুলো  পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

চাকরিচ্যুতরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া, এটাও দেখা যাচ্ছে যে তারা ফৌজদারি, আর্থিক, নৈতিকস্খলন, আচরণগত বা বিভাগীয় শৃঙ্খলাভঙ্গ জনিত অপরাধেও চাকুরিচ্যুত হয়েছেন।

তাদের অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল বা প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইবুনালের অধীনে বিচারাধীন আছে জানিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা যেন ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে।

ইতোমধ্যে গত ২৯ জানুয়ারি হেডকোয়ার্টার্সের সামনে চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের কাছে ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকুরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টির কর্মসূচি দিচ্ছেন।

এ অবস্থায় তাদের রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Tribute to July uprising: Drone show lights up Dhaka's sky

In 12 vivid motifs, the July uprising came alive, tracing the heroism of Abu Sayed and the stirring role of women in the movement

11h ago