মোবাইল ফোন চুরি

মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

মাইকে মোবাইল চোর গালাগাল করছেন পান ব্যবসায়ী মো. ফয়েজ মিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালিগালাজ করে এলাকায় সাড়া ফেলেছেন ভৈরবের এক পান ব্যবসায়ী।

গত শুক্রবার ভৈরবের মানিকদী পূরানগাও এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার চোরকে গালিগালাজের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়।

পান ব্যবসায়ী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূরানগাও এলাকার বাসিন্দা।

গজারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাঁন মিয়া জানান ৯ দিন আগে ফয়েজ মিয়ার ঘর থেকে ১৭ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।

মানিক চাঁন আরও বলেন, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি। আমি নিজেও ফোন দুটি উদ্ধারের চেষ্টা করছি।

ফয়েজ মিয়া বলেন, 'আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। পরে মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি।'

পুলিশের সহায়তা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, 'কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে পারছি না। খুব ঝামেলায় আছি।'

Comments

The Daily Star  | English

Underground damage at Iran's Fordow site is unclear, IAEA

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

11h ago