তুরস্ক থেকে দেশে ফিরল ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে।
তুরস্কে পৌঁছানোর পর বাংলাদেশি উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনাকারী ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দলে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ সদস্য, ১০ জন চিকিৎসক ও ১২ জন ফায়ার সার্ভিস কর্মী।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্পের পর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি তুরস্কে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।

১০ ফেব্রুয়ারি সেখানে এক কিশোরীকে জীবিত এবং ৩ জনের মরদেহ উদ্ধার করে দলটি।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

 

Comments