বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত, বনানীতে সড়ক অবরোধ

তৈরিপোশাক প্রস্তুত কারখানা অ্যাপারেল ইন্ডাট্রিজ লিমিটেডের আহত কর্মী নুরুন নাহার বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
পোশাক শ্রমিকদের সৈনিক ক্লাব-বনানী সড়ক অবরোধ। ছবি: স্টার

বাসের ধাক্কায় এক পোশাক শ্রমিক আহত হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাজধানীর সৈনিক ক্লাব-বনানী সড়ক অবরোধ করেছেন।

আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

তৈরিপোশাক প্রস্তুত কারখানা অ্যাপারেল ইন্ডাট্রিজ লিমিটেডের আহত কর্মী নুরুন নাহার বেগমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক জোবায়দুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টায় রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার বাসের ধাক্কায় আহত হন। বাস তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত আনে। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা অবরোধ করেছিলেন। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।'

Comments