২ ঘণ্টা পর বনানীতে সড়ক অবরোধ প্রত্যাহার

‘শ্রমিকরা অবরোধ করেছিলেন। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’
সড়ক অবরোধ প্রত্যাহার
পোশাক শ্রমিকদের সৈনিক ক্লাব-বনানী সড়ক অবরোধ। ছবি: স্টার

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ার প্রায় ২ ঘণ্টা পর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'শ্রমিকরা অবরোধ করেছিলেন। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।'

এর আগে সকাল ৮টার দিকে বাসের ধাক্কায় আহত হন তৈরিপোশাক প্রস্তুত কারখানা অ্যাপারেল ইন্ডাট্রিজ লিমিটেডের কর্মী নুরুন নাহার বেগম। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

Comments