কৃষিতে বিশাল ভর্তুকি দিয়ে প্রধানমন্ত্রী উদাহরণ তৈরি করেছেন: কৃষিমন্ত্রী

আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের প্রতি তার রয়েছে পরম দরদ ও মমতা।’
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, সারের দাম ৪ গুণ বৃদ্ধির কারণে দেশে ভর্তুকির পরিমাণ ৪-৬ গুণ বৃদ্ধি পেয়েছে। বছরে যেখানে আগে ৭ হাজার কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হতো সেখানে গত বছর ভর্তুকি দেয়া হয়েছে ৩০ হাজার কোটি টাকা। 

কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও কৃচ্ছতা নীতির মধ্যেও প্রধানমন্ত্রী এই বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছেন। এটি সারা বিশ্বে  অনন্য উদাহরণ।

আজ রোববার টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের প্রতি তার রয়েছে পরম দরদ ও মমতা। কৃষিকাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবনমানের উন্নয়ন হোক, কৃষক উন্নত সমৃদ্ধ জীবন পাক-এই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃষিকে লাভজনক ও আধুনিক করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ ও প্রক্রিয়াজাতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। সারাদেশে অঞ্চলভেদে ৫০%-৭০% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষিযন্ত্র দিয়ে যাচ্ছেন। এটি সারা বিশ্বের একটি বিরল ঘটনা '

'চলমান কোভিড-১৯ এর কারণে বিগত প্রায় ৩ বছর ধরে সারা বিশ্ব এক চরম ক্রান্তিকাল ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর  সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ, অবরোধ-পাল্টা অবরোধ। এসবের প্রভাবে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে। বেড়েছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা', যোগ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, 'বাংলাদেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বৃদ্ধি ও ১ ইঞ্চি জমিও যেন পতিত না থাকে সেজন্য বার বার  নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে নানান দুর্যোগের মধ্যেও আমরা বাংলাদেশে খাদ্য উৎপাদনের ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।'

'এর ফলে দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় এবং বহুমুখী দুর্যোগের মধ্যেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে', যোগ করেন তিনি। 

Comments