ফতুল্লায় ফ্ল্যাটে আগুন

সন্তানের মুখ দেখলেন দগ্ধ কুলসুম

নানী জাহানারা বেগমের কোলে নবজাতক শিশুটি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ফতুল্লায় একটি ১০তলা ভবনের ফ্ল্যাটে আগুন লেগে দগ্ধ হওয়া অন্তঃসত্ত্বা কুলসুম (২৫) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন। কুলসুমের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ৫তলায় অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় এবং ১১টার দিকে সিজার করা হয়।

কুলসুমের স্বামী মাসুদ বলেন, 'অস্ত্রোপচার কক্ষ থেকে জানানো হয় আমাদের ছেলে হয়েছে। মা ও ছেলে ২ জনই ভালো আছে।'

তিনি বলেন, 'এমন বিপদে আর কখনো পড়িনি। মাথায় কিছুই কাজ করছে না।'

তিনি জানান, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন এবং কুলসুমকে অবজারবেশনে রেখেছিলেন।

বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. সঞ্জয় কুমার দাস বলেন, 'কুলসুম ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবে শিশুটি আনমেচিউরড, দেড় কেজি ওজন হয়েছে এবং কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

2h ago