‘হজ প্যাকেজের খরচ কমানোর সুযোগ নেই’

কাঙ্ক্ষিত পরিমাণ হজযাত্রী নিবন্ধন না করায় ধর্ম মন্ত্রণালয় এ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ৩ বার বাড়িয়েছে।
রয়টার্স ফাইল ফটো

হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করা নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও সরকারের পক্ষে এর খরচ কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাসেম সাংবাদিকদের এ তথ্য জানান।

হজ নিবন্ধন কার্যক্রম আজ রাতেই শেষ হবে। কিন্তু প্যাকেজের উচ্চ মূল্যের কারণে এই বছরের হজযাত্রীদের কোটা পূরণ করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

কাঙ্ক্ষিত পরিমাণ হজযাত্রী নিবন্ধন না করায় ধর্ম মন্ত্রণালয় এ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ৩ বার বাড়িয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার কোটার বিপরীতে মোট ১ লাখ ৫৬২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯০ হাজার ৯৯৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৫৬৭ জন হজে যাবেন।

Comments