বাংলাদেশ

জগন্নাথ হলে গণহত্যায় শহীদদের স্মরণ

২৫শে মার্চ রাতে জগন্নাথ হলে ঠিক কতজন শহীদ হয়েছেন তা আজো অজানা। তবে ধারণা করা হয় জগন্নাথ হল মাঠে প্রায় দুই শতাধিক ছাত্র, কর্মচারী, শিক্ষক ও সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে ব্রাশফায়ার করে হত্যা করেছিল হানাদার বাহিনী।
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জগন্নাথ হল গণহত্যায় শহীদদের স্মরণ করছেন স্বজনেরা। ছবি: আহমাদ ইশতিয়াক

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চরম পৈশাচিক ও নারকীয় গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

জগন্নাথ হল গণহত্যায় বাবা জহরলাল রাজভর ও ভাই মিশ্রী রাজভরকে হারিয়েছিলেন শুভলাল রাজভর। ছবি: আহমাদ ইশতিয়াক

হানাদারদের নৃশংস গণহত্যায় জগন্নাথ হল পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে।

জগন্নাথ হল গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। ছবি: আহমাদ ইশতিয়াক

২৫শে মার্চ রাতে জগন্নাথ হলে ঠিক কতজন শহীদ হয়েছেন তা আজো অজানা।

জগন্নাথ হল গণহত্যায় শহীদদের নামের তালিকার একাংশ। ছবি: আহমাদ ইশতিয়াক

তবে ধারণা করা হয় জগন্নাথ হল মাঠে প্রায় দুই শতাধিক ছাত্র, কর্মচারী, শিক্ষক ও সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে ব্রাশফায়ার করে হত্যা করেছিল হানাদার বাহিনী।

Comments