জগন্নাথ হলে গণহত্যায় শহীদদের স্মরণ

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জগন্নাথ হল গণহত্যায় শহীদদের স্মরণ করছেন স্বজনেরা। ছবি: আহমাদ ইশতিয়াক

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চরম পৈশাচিক ও নারকীয় গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

জগন্নাথ হল গণহত্যায় বাবা জহরলাল রাজভর ও ভাই মিশ্রী রাজভরকে হারিয়েছিলেন শুভলাল রাজভর। ছবি: আহমাদ ইশতিয়াক

হানাদারদের নৃশংস গণহত্যায় জগন্নাথ হল পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে।

জগন্নাথ হল গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। ছবি: আহমাদ ইশতিয়াক

২৫শে মার্চ রাতে জগন্নাথ হলে ঠিক কতজন শহীদ হয়েছেন তা আজো অজানা।

জগন্নাথ হল গণহত্যায় শহীদদের নামের তালিকার একাংশ। ছবি: আহমাদ ইশতিয়াক

তবে ধারণা করা হয় জগন্নাথ হল মাঠে প্রায় দুই শতাধিক ছাত্র, কর্মচারী, শিক্ষক ও সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে ব্রাশফায়ার করে হত্যা করেছিল হানাদার বাহিনী।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

2h ago