ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা অগ্রহণযোগ্য: নোয়াব

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনাকে 'অগ্রহণযোগ্য' বলে মনে করছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একইসঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা অবিলম্বে তুলে নেওয়া, প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে আনা সব ধরনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার নোয়াব সভাপতি একে আজাদের দেওয়া বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়েছে, 'গত কয়েকদিনে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করার পদক্ষেপকে আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। বিশেষ করে প্রথম আলোর সম্পাদক ও নোয়াবের সাবেক সভাপতি মতিউর রহমানের বিরুদ্ধে ওই আইনের ধারা প্রয়োগ তাকে হয়রানি করা ও তার পত্রিকার সাহসী সাংবাদিকতাকে ভয় দেখানের সমান মনে করি।'

'একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ক্রমবর্ধমান প্রয়োগ আমাদের কাছে শঙ্কাজনক মনে হয়েছে। আমরা বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে আমাদের আপত্তি জানিয়েছি। এ ধরনের আইন মুক্তমত প্রকাশ, স্বাধীন সাংবাদিকতা তথা প্রাগ্রসর সমাজ নির্মাণের স্বপ্ন ও পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা মতিউর রহমানের বিরুদ্ধে মামলা অবিলম্বে তুলে নিতে ও প্রথম আলোর রিপোর্টার শামসুজ্জামান শামসের মুক্তি দাবি করছি। একইসঙ্গে আমরা সাংবাদিকদের বিরুদ্ধে আনা সব ধরনের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

2h ago