রংপুরে চুরি হওয়া ‘২০০ বছর পুরোনো’ টেলিস্কোপ উদ্ধার, কারাগারে ৩

উদ্ধার হওয়া টেলিস্কোপটির গায়ে খোদাই করে লেখা আছে 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি', এর নিচে লেখা—১৮১৮ এবং নিচে বন্ধনীর ভেতরে লেখা আছে—ট্র্যাকার টেলিস্কোপ।
উদ্ধার হওয়া টেলিস্কোপ। ছবি: সংগৃহীত

রংপুরে '২০০ বছরের পুরোনো' একটি টেলিস্কোপ চুরি করে বিক্রির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া টেলিস্কোপটির গায়ে খোদাই করে লেখা আছে 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি', এর নিচে লেখা—১৮১৮ এবং নিচে বন্ধনীর ভেতরে লেখা আছে—ট্র্যাকার টেলিস্কোপ।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপসহ ৬ জনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তাদের মধ্য থেকে ৩ জনকে আসামি করে মামলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান ডেইলি স্টারকে বলেন, 'এ ধরনের টেলিস্কোপ বিভিন্ন বিদেশি জাহাজে শোপিস হিসেবে দেখা যায়। সেটি চুরি করে এনে অগ্রভাগে স্বর্ণ থাকার কথা বলে বিক্রির প্রক্রিয়া চলছিল। কিন্তু সেখানে কোনো স্বর্ণ ছিল না।'

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে টেলিস্কোপটিসহ ৬ জনকে আটক করে।

'প্রথমে আটক ৬ জনের মধ্যে ৩ জন এই প্রতারণার ফাঁদে পড়েছিলেন। পরে যাচাই বাছাই করে ওই ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে,' বলেন তিনি।

আটকের পর শনিবার এ ঘটনায় ঢাকার মিরপুরের বাসিন্দা মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- পাবনার আবদুর রাজ্জাক (৫৬), পঞ্চগড়ের আবদুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫)।

তাদেরকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments