সার্ভারে ধীর গতি

ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি, যা বললেন কমলাপুর স্টেশন ম্যানেজার

বক্তব্য রাখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার দ্বিতীয় দিনে সার্ভারে ধীর গতি হওয়ায় অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যে ভোগান্তি হচ্ছে সেটা দূর হয়ে যাবে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

আজ শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মাসুদ বলেন, 'যেহেতু অনেক লোক হিট করছে, সার্ভারে চাপ বাড়ছে। হয়তো সেই কারণে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে।'

তিনি জানান, আজ সকাল পর্যন্ত ১১ হাজার ৫৭০টি বিক্রি হয়েছে। পশ্চিমাঞ্চলের টিকিট এখনো অবিক্রিত রয়েছে।

মাসুদ আরও বলেন, 'বর্তমান যে সিস্টেম রয়েছে তাতে প্রতি মিনিটে একসঙ্গে ৮ হাজার লোক টিকিট কাটতে পারবে। সেখানে প্রতি মিনিটে যদি হিট পড়ে ১ লাখ, যেহেতু এখন পর্যন্ত ১৩ লাখ ৭০ হাজারের মতো হিট পড়েছে; এই কারণে হয়তো টিকিট কাটার হার কম।'

কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, দ্রুত যান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি সব ট্রেনে কোথাও-না কোথাও টিকিট আছে। অবিক্রিত রয়েছে। সেগুলো যাত্রীরা পর্যায়ক্রমে কাটতে পারবে। সহজ ডটকম জানিয়েছে, যেহেতু আজকের টিকিটের চাহিদা বেশি, সবাই একসঙ্গে হিট করছেন তাই সার্ভার জ্যাম হয়েছে, জানান তিনি।

মাসুদ আরও জানান, সার্ভার সমস্যা স্বাভাবিক অবস্থায় চলে আসবে আস্তে আস্তে। সবাই টিকিট কাটতে পারবেন।

Comments

The Daily Star  | English

Three more advisers sworn in

The new advisers are Mahfuj Alam, special assistant to the chief adviser, renowned filmmaker Mostofa Sarwar Farooki, and Sk Bashir Uddin, managing director of AkijBashir Group

16m ago