ঈদের ছুটি ১ দিন বাড়ল

আসন্ন ঈদুল ফিতরের ছুটি ১ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বক্তব্য রাখছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আসন্ন ঈদুল ফিতরের ছুটি ১ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটি অনুমোদন হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এই তথ্য জানিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, 'সুখবর হলো এই, ২০ এপ্রিল বৃহস্পতিবার এবার সরকারি ছুটি হিসেবে থাকবে।'

তিনি আরও বলেন, '১৯ এপ্রিল শবে কদরের ছুটি, ২০ তারিখ একদিন খোলা থাকে; মানুষের যাতে যাতায়াত নির্বিঘ্নে হয়, তাদের জার্নিটা যেন স্মুদ হয় সেই জন্য (২০ এপ্রিল) এটা ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বুধবার থেকে সোমবার পর্যন্ত ছুটি, ঈদ যদি রোববার হয়।'

ঈদের পরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

নতুন সময় প্রসঙ্গে মাহবুব হোসেন বলেন, 'আমরা দেখলাম এখনো ৪টা পর্যন্ত চলছে, বিশেষ অসুবিধা হচ্ছে না।'

Comments